আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ মানে বাংলাদেশের ফুটবল ভক্তদের হৃদয়ে শিহরণ জাগানো ম্যাচ। পেলে – ম্যারাডোনাদের উত্তরসূরীরা বিশ্বকাপে বিশ্ব কাপায়।
কিছুদিন আগে আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লীগ Selection Argentina লিওনেল মেসির হাতে বাংলাদেশ পতাকা এডিট করা ছবি পোস্ট করে। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ স্কালানি বলেন, বাংলাদেশের আজেন্টিনার ভক্ত সমর্থক দেখে আবেগ আপ্লুত এই আজেন্টিনার কোচ।
স্কালানিরমতে, বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল প্রেমিদের জন্য আমরা গর্বিত। আশা করি তারা সব সময় মেসিদের সমথর্ন দিয়ে যাবে।