1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মধুপুরের আনারস

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

এবার  টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে উৎপাদিত আনারস সরকারীভাবে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত ২৪ সেপ্টেম্বর, সরকারের ভৌগলিক নির্দেশক ইউনিট মধুপুরের আনারসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ প্রদান করে।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মো. মুমিন হাসানের সই করা সনদে ৩১ শ্রেণিতে জিআই-৫২ নম্বরে মধুপুরের আনারসকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই স্বীকৃতির ফলে আনারসের আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষকদের জন্য গুণগত পরিবর্তনের পাশাপাশি বিদেশে রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, দয়াময়ী সাংমা প্রথম আনারস চাষ শুরু করেন। তিনি ভারতের মেঘালয়ে বেড়াতে গিয়ে সেখান থেকে ৭৫০টি চারা এনে নিজের বাড়িতে আনারস চাষ শুরু করেন, যা বর্তমানে বিভিন্ন অঞ্চলে প্রসারিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD