1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বগুড়ার ধুনটে নদীতে বাজারের ব্যাগে মিলল নবজাতকের লাশ আন্দোলনের অবদান কি মাপা যায়? রিকশাওয়ালা, গৃহিণী, আঙ্কেল—সবাই ছিল নীরব নায়ক: উমামা ফাতেমা” যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, স্ত্রীকে ছুরিকাঘাত-স্বামীর মৃত্যু বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হাসনাত আব্দুল্লাহকে হুমকি, বিএনপি কর্মী আটক ব্যারিস্টার রুমিন ফারহানাকে সতর্ক করলেন সাংবাদিক ইলিয়াস এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা এয়ারপোর্টে কেন কাঁদছেন নোরা ফাতেহি? ‘শেখ হাসিনার দিল্লি থেকে লন্ডন গমন’—পুরনো ভিডিও ঘিরে ভুয়া প্রচার, রিউমর স্ক্যানারের তদন্তে মিথ্যা প্রমাণিত কাজে ফিরছেন পপি, খুঁজছেন ভালো গল্প ও চরিত্র

মসজিদে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত নয়

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মসজিদ শুধু আল্লাহর জন্য, সেই মসজিদে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে নিষেধ করে একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় মসজিদগুলো শুধু আল্লাহর জন্য, কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। (সুরা জিন: ১৮)

তাই মসজিদে আল্লাহর জিকির ও ইবাদতের নিয়তে যাওয়া উচিত এবং মসজিদে প্রবেশ করার পর দুনিয়াবি কাজকর্ম, কথাবার্তা থেকে বিরত থাকার যথাসাধ্য চেষ্টা করা উচিত।

 

আরেক আয়াতে আল্লাহ তাআলা মসজিদকে মর্যাদায় সমুন্নত করার ও মসজিদে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন এবং মসজিদে ইবাদতকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেসব গৃহকে মর্যাদায় সমুন্নত করতে এবং তাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন ব্যক্তিরা যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয় বিক্রি আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। (সুরা নুর: ৩৬, ৩৭)

মসজিদ আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ইবাদতের মহিমান্বিত স্থান। কোরআনে আল্লাহ তাআলা মসজিদকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং মসজিদ আবাদকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদগুলো আবাদ করবে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায়, ওরা হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সুরা বাকারা: ১৮)

তবে মসজিদে প্রবেশ করার সময় আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা সুন্নত। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদে প্রবেশ করার সময় বলতেন,

أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

উচ্চারণ: আউজু বিল্লাহিল আজিমি ওয়া বিওয়াজহিহিল কারিমি ওয়া সুলতানিহিল কাদিমি মিনাশ শাইতানির রাজিম

অর্থ: আমি মহান আল্লাহর কাছে তার করুণাময় সত্ত্বা ও চির পরাক্রমাশালী শক্তির মাধ্যমে অনিষ্টকারী শয়তান থেকে আত্মরক্ষার জন্য সাহায্য প্রার্থনা করছি।

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, কেউ এ দোয়া পাঠ করলে শয়তান বলে, আমার কাছ থেকে সে সারাদিনের জন্য রক্ষা পেয়ে গেল। (সুনানে আবু দাউদ: ৪৬৬)

মসজিদে ঢোকার সময় এ দোয়াটি পড়াও সুন্নত

بِسْمِ الله وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلى رَسُوْلِ الله اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِك

উচ্চারণ: বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ্‌, আল্লাহুম্মা-ফতাহলী আবওয়াবা রাহমাতিক।

অর্থ: আল্লাহর নাম নিয়ে শুরু করছি, সালাম ও দরুদ বর্ষিত হোক আল্লাহর রাসুলের ওপর। হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD