প্রভা বলেন, ‘শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর।’
তিনি আরও বলেন, ‘আমার আগে শাকিব খানের কোনো ছবি দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা ছবি দেখেছি। আর এগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।’
শাকিবের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী আরও বলেন, ‘শাকিব খানের অ্যাফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে “রাজকুমার” সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’
ভবিষ্যতে বড়পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড়পর্দার কাজের প্রস্তাব এসেছে, কেন জানি কাজটা আর হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না। যদি আগামীতে কাজ করা হয়, তখনই বলব।’