1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

শাকিবের কাজের প্রশংসা করে প্রভা বলেন আপনি অনেক সুন্দর

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
যদিও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে। সম্প্রতি এই অভিনেত্রী অংশ নেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে।

প্রভা বলেন, ‘শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর।’

তিনি আরও বলেন, ‘আমার আগে শাকিব খানের কোনো ছবি দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা ছবি দেখেছি। আর এগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।’

শাকিবের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী আরও বলেন, ‘শাকিব খানের অ্যাফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে “রাজকুমার” সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’

ভবিষ্যতে বড়পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড়পর্দার কাজের প্রস্তাব এসেছে, কেন জানি কাজটা আর হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না। যদি আগামীতে কাজ করা হয়, তখনই বলব।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD