এবার সুনামগঞ্জের আলোচিত ‘স্যারকাণ্ডের’ সেই পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে এসপিকে প্রত্যাহারের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, সুনামগঞ্জের জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে আগামী মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।
এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ রয়েছে। ওসিদের পোস্টিং দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, বালু ও পাথর মহাল থেকে চাঁদা আদায়, অবৈধভাবে ভারত থেকে আসা পণ্যের সিন্ডিকেটের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় এবং মামলার দিয়ে ওপেন চাঁদা আদায় করছিলেন তিনি।