সোমবার (২৪ ফেব্রুয়ারি) লটারি কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে, “এ সপ্তাহে মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া এবং আলমগীর হাফেজুর রহমান সর্বশেষ বিজয়ী হয়েছেন।”
৪৭ বছর বয়সী মোজাম্মেল হক ভুঁইয়া দুবাইয়ে গত ১৩ বছর ধরে বাস করছেন। সেখানেই গাড়ি চালক হিসেবে কাজ করেন তিনি। তিনি সাত বছর আগে এ লটারি সম্পর্কে প্রথম জানতে পারেন। এরপর ২০ জন বন্ধর একটি গ্রুপের সঙ্গে প্রতিমাসে টিকিট কেটে আসছিলেন তিনি।
অপরদিকে ৪২ বছর বয়সী নিরাপত্তারক্ষী আলমগীর দীর্ঘ ১৫ বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি ১০ বন্ধুর সঙ্গে মিলে লটারির টিকিট কিনতেন। তিনি বলেন, “আমি যখন বিজয়ী হওয়ার ফোন পেলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমার বন্ধুদের সঙ্গে এই অর্থ ভাগ করে নেব। যা আমাদের জীবনে বড় প্রভাব রাখবে। আমি বাংলাদেশে থাকা আমার ঋণ পরিশোধ করব। এবং কিছু অর্থ পরিবারের সহায়তার জন্য পাঠাব। আমিও টিকেট কেনা অব্যাহত রাখব। আমাদের লক্ষ্য হলো সবচেয়ে বড় পুরস্কারটি (২ কোটি দিরহাম) জেতা।”