1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৬ হিজরি

স্বামীর কথা বলে গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

 

এবার বরগুনার বেতাগীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সোমবার (১০ মার্চ) মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ৮টার দিকে ওই গৃহবধূকে ডেকে নিয়ে এক বিল্ডিংয়ের পেছনে যান ইব্রাহীম হাওলাদার (৩০) নামের এক যুবক। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রেজাউল নামের আরেক যুবক ওত পেতে থাকেন। তখন ওই নারীকে ধর্ষণ করে তারা।

এদিকে ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘আমার সঙ্গে রেজাউলের প্রেমের সম্পর্ক ছিল। ইব্রাহীম এসে আমায় বলে, তোর স্বামী হাসান ডাকে। আমি সরল বিশ্বাসে যাই। গিয়ে দেখি, মোকামিয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে রেজাউল (২৫) দাঁড়ানো। কোনোকিছু বুঝে ওঠার আগেই রেজাউল আমার মুখ চেপে ধরে ধর্ষণ করে।

এদিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ইতোমধ্যে মামলা গ্রহণ করে আসামিদের ধরার জন্য কাজ করছে পুলিশ। ধর্ষক বা যেকোনো অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না, কঠোরভাবে ধমন করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD