পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ৮টার দিকে ওই গৃহবধূকে ডেকে নিয়ে এক বিল্ডিংয়ের পেছনে যান ইব্রাহীম হাওলাদার (৩০) নামের এক যুবক। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রেজাউল নামের আরেক যুবক ওত পেতে থাকেন। তখন ওই নারীকে ধর্ষণ করে তারা।
এদিকে ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘আমার সঙ্গে রেজাউলের প্রেমের সম্পর্ক ছিল। ইব্রাহীম এসে আমায় বলে, তোর স্বামী হাসান ডাকে। আমি সরল বিশ্বাসে যাই। গিয়ে দেখি, মোকামিয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে রেজাউল (২৫) দাঁড়ানো। কোনোকিছু বুঝে ওঠার আগেই রেজাউল আমার মুখ চেপে ধরে ধর্ষণ করে।
এদিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ইতোমধ্যে মামলা গ্রহণ করে আসামিদের ধরার জন্য কাজ করছে পুলিশ। ধর্ষক বা যেকোনো অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না, কঠোরভাবে ধমন করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত।