1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জামায়াত নেতা মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

এবার বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ইসলামী ছাত্রশিবিরের দুই দফার কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে ভোট চেয়েছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আই এর ঈদ আয়োজনে গতকাল সোমবার প্রচার হয়েছে ৩০০ সেকেন্ডের বিশেষ অনুষ্ঠান ‘রাজনীতির বাইরে’। এ অনুষ্ঠানের ১৯ মিনিট ৪০ সেকেন্ডে উপস্থাপক দীপ্তি চৌধুরী আমন্ত্রিত অতিথিদের নিয়ে নির্বাচনী ক্যম্পেইনের একটি উদ্যোগ নেন। এ সময় বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ভাইসব! আগামীর রাজনীতি নতুন রাজনীতি। আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি। আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি। সেই নতুন জেনারেশনের একজন অতি মেধাবী, পিএইচডি ডিগ্রীধারী, আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন।’

এ সময় টকশোতে আমন্ত্রিত অতিথিরা হাততালি দিয়ে রুমিন ফারহানাকে অভিনন্দন জানান। পরে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমার বিজয় এবার আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না। ইনশাল্লাহ।’

টকশোতে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন।

অনুষ্ঠানটির এই অংশ মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD