1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শুক্রবার ঢাকায় ভিন্ন ভিন্ন কনসার্টে গাইবে পাকিস্তানি দুই শিল্পী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
যদিও পূর্বের ঘোষণা অনুযায়ী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি কনসার্ট। যেখানে প্রধান আকর্ষণ পাকিস্তানের দুই শিল্পী মুস্তফা জাহিদ ও আইমা বেগ।

‘মেলোডি আনলিশড’ শিরোনামের এই কনসার্টে গান পরিবেশনা করবেন তুমুল জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ। অন্যদিকে, ‘রুল দ্য রোড’ শিরোনামের এই কনসার্ট করতে প্রথমবার ঢাকায় আসছেন আইমা বেগ।

‘মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন’র আয়োজনে এই মুস্তফা জাহিদকে নিয়ে কনসার্টটি হতে যাচ্ছে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

অন্যদিকে ‘রুল দ্য রোড’ শিরোনামের এই কনসার্টে গাইবেন আইমা বেগ। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ আয়োজিত কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর সেনা প্রাঙ্গণ।

এরই মধ্যে এই দুই শিল্পীকে নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি সম্পন্ন হয়েছে বলেও জানায় আয়োজকরা।

প্রসঙ্গত মুস্তফা জাহিদ বিখ্যাত রক ব্যান্ড জুনুনের প্রাক্তন প্রধান কণ্ঠশিল্পী আলী আজমতের ভাগনে এবং প্রয়াত সুফি কালাম গায়ক, অভিনেতা, পরিচালক ও প্রযোজক ইনায়েত হোসেন ভাট্টির আত্মীয়।

২০০৭ সালের মাঝামাঝি সময়ে বলিউডের ‘আওরাপান’ সিনেমায় গান করেন মুস্তফা জাহিদ। এরপর ‘আশিকি ২’, ‘রানওয়ে’, ‘রাগিনী এমএমএস ২’, ‘হিরোপন্তি’ ‘এক ভিলেন’সহ ডজনখানেক সিনেমাতে গান করেছেন পাকিস্তানের এই সংগীতশিল্পী। ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’, ‘ভুলা দেনা’সহ অনেক গান তার গায়কীতে জনপ্রিয় হয়েছে।

এদিকে আইমা বেগ ২০১৪ সালে সাউন্ডক্লাউডে কয়েকটি গান প্রকাশ করেন আইমা। এরপর থেকে তিনি সামাজিকমাধ্যমে খ্যাতি অর্জন করেন। ২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাক করেন তিনি। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমাতে গান গেয়ে পাদপ্রদীপের আলোয় আসেন।

এর মধ্যে ‘কালাবাজ দিল’ সিনেমাতে গান গেয়ে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান। তার আরেকটি জনপ্রিয় গান ‘ইশক আতীশ’ রাশিয়ান একটি টেলিভিশন ধারাবাহিকে বাজানো হয়। গানটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনেও গেয়েছেন আইমা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD