‘মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন’র আয়োজনে এই মুস্তফা জাহিদকে নিয়ে কনসার্টটি হতে যাচ্ছে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।
অন্যদিকে ‘রুল দ্য রোড’ শিরোনামের এই কনসার্টে গাইবেন আইমা বেগ। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ আয়োজিত কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর সেনা প্রাঙ্গণ।
এরই মধ্যে এই দুই শিল্পীকে নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি সম্পন্ন হয়েছে বলেও জানায় আয়োজকরা।
প্রসঙ্গত মুস্তফা জাহিদ বিখ্যাত রক ব্যান্ড জুনুনের প্রাক্তন প্রধান কণ্ঠশিল্পী আলী আজমতের ভাগনে এবং প্রয়াত সুফি কালাম গায়ক, অভিনেতা, পরিচালক ও প্রযোজক ইনায়েত হোসেন ভাট্টির আত্মীয়।
২০০৭ সালের মাঝামাঝি সময়ে বলিউডের ‘আওরাপান’ সিনেমায় গান করেন মুস্তফা জাহিদ। এরপর ‘আশিকি ২’, ‘রানওয়ে’, ‘রাগিনী এমএমএস ২’, ‘হিরোপন্তি’ ‘এক ভিলেন’সহ ডজনখানেক সিনেমাতে গান করেছেন পাকিস্তানের এই সংগীতশিল্পী। ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’, ‘ভুলা দেনা’সহ অনেক গান তার গায়কীতে জনপ্রিয় হয়েছে।
এদিকে আইমা বেগ ২০১৪ সালে সাউন্ডক্লাউডে কয়েকটি গান প্রকাশ করেন আইমা। এরপর থেকে তিনি সামাজিকমাধ্যমে খ্যাতি অর্জন করেন। ২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাক করেন তিনি। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমাতে গান গেয়ে পাদপ্রদীপের আলোয় আসেন।
এর মধ্যে ‘কালাবাজ দিল’ সিনেমাতে গান গেয়ে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান। তার আরেকটি জনপ্রিয় গান ‘ইশক আতীশ’ রাশিয়ান একটি টেলিভিশন ধারাবাহিকে বাজানো হয়। গানটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনেও গেয়েছেন আইমা।