এবার রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুর ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতেন।
শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় একজন খুন হয়েছেন। ঘটনাটি জাফরাবাদ এলাকায়। তবে ঘটনাস্থল মোহাম্মদপুর না হাজারীবাগ থানায়, তা আমরা দেখছি। জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছি।