এবার বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন নিজ ওয়েবসাইটে নিজেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে ইশরাক নামের একটি ওয়েবসাইটে তার ছবি ও মেয়র পদবি প্রকাশ করা হয়। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
জানা গেছে, ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে কয়েকদিন ধরেই অবস্থান করছেন তার সমর্থকরা। তারা জানান, আগামীকাল বুধবার (২১ মে) সকাল ১০টার মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
২০ৈ২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৯ আগস্ট ঢাকা দক্ষিণসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। পরে চলতি বছরের ২৭ মার্চ আদালত শেখ ফজলে নূর তাপসকে নির্বাচিত ঘোষণা অবৈধ বলে রায় দেন এবং ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এ রায়ের পর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়।