1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়া থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী তন্দ্রা

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫

এবার আওয়ামী লীগের যুব মহিলা লীগের নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মালয়েশিয়া থেকে ফিরলে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৬ মে) কেএমপির গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার  করে।

বিমান বন্দর থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে বিমানবন্দর থানা হেফাজতে রেখেছে। পরে ইমিগ্রেশন থানা আইনগত ব্যবস্থা নেবে।

পুলিশের অপর একটি সূত্র জানায়, তন্দ্রা মালয়েশিয়া থেকে বিমানযোগে ঢাকায় অবতরণ করেন। আগামী ২৮ মে চট্টগ্রাম থেকে তন্দ্রার ইটালিয়ান ভিসা সংগ্রহ করার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির গোয়েন্দা পুলিশ বিষয়টি ঢাকার বিমান বন্দরথানাকে অবহিত করলে বিমানে নামার সাথে সাথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

 

 

তন্দ্রাকে খুলনায় পাঠানোর প্রস্তুতি চলছে। তার নামে খুলনায় মামলা রয়েছে।

 

 

অনুসন্ধানে জানা যায়, এক সময় এনজিও কর্মী ছিলেন তন্দ্রা। পতিত সরকারের আমলে নানা কৌশলে কোটি কোটি টাকা মালিক হয়েছেন। খুলনা, গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে কিনেছেন জমি।

খুলনা সোনাডাঙ্গা থানাধীন বয়রায় নির্মাণ করেছেন আলিশান বাড়ি। এ ছাড়া রায়ের মহলে কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি প্লট রয়েছে। রয়েছে তিনটি দামি ব্র্যান্ডের গাড়িও। গত বছরের (২০২৪) ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তার বাড়িততে হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

 

 

খুলনা নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, খুলনা সদর থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি তন্দ্রা। সেই মামলায়ই তাকে খুলনা এনে চালান দেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD