1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সচিবালয়ে কর্মচারীদের মিছিল

  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫

এবার সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে মিছিল করেছেন আন্দোলনরত কর্মকর্তা- কর্মচারীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

তারা সরকারের তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন।

 

রোববার (০১ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের কর্মচারীরা সচিবালয়ের বাদামতলা চত্বরে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এরপর তারা মিছিল নিয়ে খাদ্য উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে যান।

 

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে কালো আইন উল্লেখ করে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীরা।

 

সমাবেশ থেকে তারা বলেন, যখন মাঠে নেমেছি, তখন দাবি আদায় করেই ঘরে ফিরব। দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।

 

গত ২৬ মে  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD