1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ নয়: নাহিদ

  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হবে। এটি আমরা উদযাপন করতে চাই।

সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রের জন্য ৩০ কার্যদিবস ছিল, এখন কার্যদিবস হয়ে গেছে অনেক। কোনো ধরনের পদক্ষেপ দেখছি না আমরা। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার আহ্ববান জানিয়েছি আমরা।

তিনি বলেন, যারা দ্রুত নির্বাচন চাচ্ছে, তাদের প্রতি এবং সরকারের প্রতি আহ্বান রেখেছি, আমরা যেন আরও দুই মাস অপেক্ষা করি। এর আগে তো ১৬ বছর অপেক্ষা করেছি, ১০ মাস অপেক্ষা করেছি। আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সরকারকে সময় দিই।

 

 

 

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত। নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD