এবার ভারতের রাজধানী দিল্লিতে নজিরবিহীন তীব্র গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হিট ইনডেক্সে (তাপমাত্রা অনুভব করার মাত্রা) তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে বুধবার (১১ জুন) এই অ্যালার্ট জারি করা হয়
এনডিটিভি জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে চলমান তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি চরমে পৌঁছেছে। বুধবার রাজধানীর বিভিন্ন অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে এবং তাপ সূচক ছুঁয়েছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা মারাত্মক অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, এই চরম গরম থেকে স্বস্তি মিলতে পারে ১৩ জুন রাত থেকে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দিল্লির আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। অন্য এলাকাগুলোর মধ্যে পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) এবং সফদরজং বেস স্টেশনে (৪৩.৩) উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দিল্লির তাপ সূচক যা তাপমাত্রা ও আর্দ্রতা মিলিয়ে শরীরে অনুভূত গরমের মাত্রা নির্দেশ করে—এদিন পৌঁছে যায় ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে। যদিও ভারতীয় পরিস্থিতিতে তাপ সূচক সরকারিভাবে রেকর্ড করা হয় না, তবে বাস্তব পরিস্থিতি মূল্যায়নে এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হয়ে উঠছে।
আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, দিল্লির আয়ানগর বাদে অন্য এলাকাগুলোতে সরাসরি তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও, রাজধানীর বিস্তীর্ণ অংশজুড়ে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। এ সতর্কবার্তায় নাগরিকদের সরাসরি সূর্যের আলো এড়াতে, জলীয়তা বজায় রাখতে এবং দুপুরে অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।