1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

অভিনেতা সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘সমুদাকে (সমু চৌধুরী) আমরা পাশ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসব। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্বাবধানে হচ্ছে।

বিষয়টি নিয়ে ঢাকা মেইলকে অপু বলেন, ‘সমুদাকে মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে। এরকম খবর পেয়ে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করি। ওখানে আমাদের লোকজন আছে। তাদের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি।’

হঠাৎ সমুর এরকম অসুস্থতার কারণ জানতে চাইলে অপু বলেন, ‘ওনার এই সমস্যা আগে থেকেই ছিল। এর আগে অনেকটা সময় ভারসাম্যহীন ছিলেন তিনি।’


সমু চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রথম লেখা হয় লুরিহাজ মালসি নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা যায় গাছের নিচে পাটিতে গামছা পরিহিত অবস্থায় শুয়ে আছেন অভিনেতা।

ছবির ক্যাপশনে লেখা হয়, ‘চলচ্চিত্র ও নাট্যকার সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ওনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার চলচ্চিত্রের এই গুনি ব্যক্তিকে সাহায্যের মাধ্যমে, সবাই শেয়ার করে দেবেন উনি যেন ওনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌছে যেতে পারেন। জায়গাটার নাম (মুখী শাহ্ মিসকিন মাজার, গফরগাঁও, ময়মনসিংহ।) এর কিছুক্ষণ পর অপু জানান, নিরাপদ স্থানে নেওয়া হয়েছে সমু চৌধুরীকে।’

সমু চৌধুরীকে সবশেষ দেখা গেছে ‘ক্ষতিপুরণ নামের একটি ইউটিউব ফিল্মে। এটি নির্মাণ করেছেন মোস্তফা কামাল রাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মালাইকা চৌধুরী ও ইয়াশ রোহান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD