1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ

রাজবাড়ীতে ভূয়া পুলিশ আটক, সেনাবাহিনীর হাতে ধরা পড়ে থানায় হস্তান্তর

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ভূয়া পুলিশ সেজে ঘোরাফেরা করার সময় এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম তুষার শেখ (২৩)। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়ার মৃত জয়নাল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তুষার নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সোনাপুর মোড়ে ঘোরাফেরা করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে। পরে ধাওয়া খেয়ে তিনি কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নেন।

সেনাবাহিনীর টহল টিম বিষয়টি সন্দেহজনক মনে করে তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, “সেনাবাহিনী আমাদের কাছে ভূয়া পুলিশকে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD