1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের মাইনর লীগে খেলবেন সাকিব আল হাসান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আটলান্টা ফায়ার। আজ দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তাদের হয়ে খেলার তথ্য নিশ্চিত করেছেন সাকিব। এই দলের সঙ্গে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।
সাকিব বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি আটলান্টা ফায়ারের সঙ্গে যোগ দিয়েছি এবং দলের হয়ে মাইনর লিগ ক্রিকেট টুর্নামেন্টে খেলব। আরো আনন্দের খবর হচ্ছে, আটলান্টা ক্রিকেট এবার ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর। আমি ফোবানার সফলতা কামনা করি। আশা করি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।’
অবশ্য এর আগেই সাকিবকে দলে ভেড়ানোর খবর দিয়েছিল আটলান্টা। তখন নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছিল, ‘আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন।’
‘ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যুক্ত হবে। আটলান্টায় তার জাদু দেখতে তৈরি থাকুন।’
২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট একটি পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ২০২১ সালে এই টুর্নামেন্ট চালু হয়। এটি মূলত দেশটির মূল ক্রিকেট টুর্নামেন্ট তথা মেজর লিগ ক্রিকেটের ‘ফিডার লিগ’ হিসেবে কাজ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD