এবার রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বছিলা গার্ডেন সিটি ব্লক-জি এলাকার আরব মিশন পাবলিক স্কুলের সামনে তুরাগ নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার ফেরদৌস ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর ছেলে এবং বর্তমানে মোহাম্মদপুরের নবীনগর, ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন।
র্যাব জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৬টি পেট্রোল বোমা, ১টি সামুরাই, ১টি গ্যাস লাইটার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জানা যায়—১৬ ও ১৭ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর ডাকা লকডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তা, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনা করছিল ফেরদৌস ও তার সহযোগীরা। এই উদ্দেশে তারা ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা চালাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই হত্যা মামলাসহ একাধিক মামলা আছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।







