ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানেই বসেছিলাম। হঠাৎ করেই ভবনের দেয়ালসহ মেঝে কাঁপতে থাকে। আমরা দ্রুত রুম থেকে বেরিয়ে আসি।
ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানেই বসেছিলাম। হঠাৎ করেই ভবনের দেয়ালসহ মেঝে কাঁপতে থাকে। আমরা দ্রুত রুম থেকে বেরিয়ে আসি।
আবু শহীদ, কবির হোসেনসহ বাজারের দোকানিরা বলেন, প্রথমে ভেবেছিলাম হয়তো রাস্তা দিয়ে ভারী গাড়ী যাচ্ছে আর তাই কেঁপে উঠছে। কিন্তু এত বেশি কম্পন এর আগে দেখেনি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭