রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে করে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ৩২/২ নম্বর বাড়ির অষ্টম তলায় এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসিন্দা লায়লা আফরোজের (৪৮) রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার আগেই মেয়ে নাফিজাকে (১৫) মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, এ ঘটনায় জড়িত থাকতে পারে গৃহকর্মী।
পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।







