এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম তার সন্তানের নাম রেখেছেন শহীদ শরীফ ওসমান হাদির নামে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তিনি এই নামকরণ করেন।
শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাওসিফুল ইসলাম বিষয়টি জানান। পোস্টে ওসমান হাদির সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট এবং তার সন্তানের ছবি যুক্ত করেন তিনি।
এ বিষয়ে তাওসিফুল ইসলাম বলেন, ওসমান হাদি ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। গত ৫ ডিসেম্বর আমার সন্তানের জন্য একটি ভালো নাম জানতে তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি হয়তো ব্যস্ত থাকায় তখন কোনো নাম প্রস্তাব করতে পারেননি।
তিনি আরও বলেন, হাদি ভাই পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন। তিনি সব সময় দেশের জন্য শহীদ হতে চেয়েছিলেন। তার প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই আমার সন্তানের নাম হাদি রেখেছি।
তাওসিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সন্তানের নাম রাখা হয়েছিল তাশরিফুল মাহতিন আয়ান। পরে সেই নাম পরিবর্তন করে তার ছেলের নাম রাখা হয় মাহতিম ওসমান হাদি।