1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
৩রা রজব, ১৪৪৭ হিজরি

‘দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে কুচক্রী মহল’

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
এবার রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।জামায়াত আমির নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

বিস্ফোরণের এই ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে তুলনা করে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে।

তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এ ধরনের চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতিতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনকে তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা প্রদর্শন করতে হবে। একই সঙ্গে দেশবিরোধী এই অপতৎপরতা রুখতে সাধারণ জনগণকেও সচেতন থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জামায়াত আমির।উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD