1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
৪ঠা রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বড়দিনে শান্তি আসুক দেশে : জয়া  আসন সমঝোতায় শেষ মুহূর্তের জটিলতা: জামায়াত–ইসলামী আন্দোলনসহ আট দলে টানাপোড়েন তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী, বিবিসি-রয়টার্স-নিউ ইয়র্ক টাইমস-আল জাজিরার প্রতিবেদন লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক মেয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু এবার তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেজ চালু সিলেটে যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার ‘দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে কুচক্রী মহল’ রিয়াজ জীবিত, সুস্থ আছেন

বড়দিনে শান্তি আসুক দেশে : জয়া 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

messenger sharing button
whatsapp sharing button
copy sharing button
যদিও ঝলমলে আলো, প্রার্থনা আর আনন্দের উষ্ণতায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বড়দিনের বার্তা। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের রঙ লেগেছে বাংলাদেশেও—উৎসব, ভালোবাসা আর সহমর্মিতার আবেশে মুখর চারপাশ। সেই আনন্দের ঢেউ ছুঁয়ে গেছে দেশের বিনোদন অঙ্গনেও। সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও মেতেছেন উৎসবের আমেজে। ঠিক এমনই এক আনন্দঘন মুহূর্তে ভক্তদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা ও অনুভূতি ভাগ করে নিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

 

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে বড়দিন উপলক্ষে বেশ কিছু ছবি প্রকাশ করেন।

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, বড়দিনের আমেজে ঘরোয়া পরিবেশে পোজ দিয়েছেন তিনি। পরনে একটি হালকা গোলাপি রঙের টপস ও সাদা প্যান্ট। সঙ্গে কাছে রেখেছেন টেডি বিয়ার। আরও দেখা যায়, ঘরের কোণে বড়দিনের বিশেষ সাজসজ্জা; যেমন সান্তা ক্লজ ও গাছ।

 

 

ছবিগুলো কোথা থেকে প্রকাশ করা হয়েছে, তা অবশ্য জানাননি জয়া আহসান। তবে নেটিজেনদের অনুমান, কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী, সেখান থেকেই বড়দিনের সাজে নিজেকে মেলে ধরেছেন। সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন জয়া আহসান। লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে’।

 

 

সব মিলিয়ে বলা যায় এই পোস্টের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছাকে ছাড়িয়ে মানবিক বার্তা ও শান্তি প্রত্যাশার কথা তুলে ধরেছেন জয়া আহসান। এছাড়া উৎসবের আনন্দের পাশাপাশি তার স্নিগ্ধ উপস্থিতি ও সংযত অনুভব ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।

 

 

অস্থির সময়ের প্রেক্ষাপটে এমন একটি শান্ত, নীরব প্রার্থনা যেন অনেকেরই মনে ছুঁয়ে গেছে—যেখানে বড়দিনের আলো শুধু উৎসব নয়, হয়ে উঠেছে আশা ও সহমর্মিতার প্রতীক

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD