যদিও নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কেঁদেছেন শেরপুর-২ সংসদীয় আসনের এক প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
শেরপুর-২ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা মনোনয়নপত্র জমা দিতে কার্যালয়ে পৌঁছান নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পাঁচ মিনিট পর। বিকেল ৫টা পেরিয়ে যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। এতে আবেগ সামলাতে না পেরে উপস্থিত সবার সামনে কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা।
এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘শেরপুর থেকে নালিতাবাড়ী আসার পথে গাড়ির সমস্যায় পড়ি। সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারিনি। দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি, মানুষের দ্বারে দ্বারে গেছি। মনোনয়ন জমা দিতে না পারলেও মানুষের পাশে থাকব।’
অন্যদিকে সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন বলেন, ‘নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। তিনি পাঁচটা বেজে পাঁচ মিনিটে আমার কক্ষে প্রবেশ করেছেন। বিধি মেনেই তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি







