1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
৯ই রজব, ১৪৪৭ হিজরি

একসঙ্গে রণবীর-আলিয়া

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
copy sharing button

যদিও ফের জুটি বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ভাট। এই নিয়ে তারা কেউই মুখ না খুললেও বি-টাউনে গুঞ্জন রয়েছে ‘প্রলয়’ সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন আলিয়া ও রণবীর। আর এই গুঞ্জন যদি সত্যিই হয় তাহলে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র পর ফের একসঙ্গে দেখা যাবে এই তারকা যুগলকে।

 

 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতা জয় মেহতা পরিচালিত জম্বি থ্রিলার ঘরানার এই ছবিতে নায়িকার চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে আলিয়ার নাম।

 

 

আরও জানা যায়, এই ছবিতে নারী চরিত্রই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সিনেমায় তাকে প্রেমিকার ভূমিকায় নয় বরং একবারে অন্যভাবে আবিষ্কার করবেন দর্শক।

 

 

সূত্রের খবর থেকে আরও জানা যায়, যদি সবকিছু ঠিক থাকে তাহলে ২০২৬ সালের আগস্ট মাসেই শুরু হবে এই ছবির শুটিং।

আসন্ন নতুন বছরের জানুয়ারি মাসে প্রি-প্রোডাকশন সংক্রান্ত সমস্ত আলোচনার পরই ছবি নিয়ে আলোচনায় বসবেন নির্মাতা। সিনেমায় হিংসা, খুনোখুনি ও প্রাকৃতিক বিপর্যয়ের পর বিধ্বস্ত এক সমাজের ছবিই নাকি চিত্রায়িত হবে বলে জানা যাচ্ছে।

 

 

এর আগে ‘গল্লি বয়’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’-এর মতো আলোচিত ও সফল ছবিতে একসঙ্গে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। তাই নতুন করে তাদের জুটি বাঁধার গুঞ্জন সত্যি হলে, বলিউডপ্রেমীদের জন্য তা যে আরও এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD