1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

‘ঋণের চাপে’ চিরকুট লিখে গলায় ফাঁস আ. লীগ নেতার

  • প্রকাশিতঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪

চট্টগ্রাম নগরের এক আওয়ামী লীগ নেতা ‘ঋণের চাপে’ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।মৃত্যুর আগে একটি চিরকুটে সেই কথা লিখে গেছেন তিনি। গতকাল রবিবার বিকেলে নগরের দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইট এলাকার নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আওয়ামী লীগের ওই নেতার নাম জাহিদুল আলম মিন্টু (৩৮)। তিনি চট্টগ্রাম নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের আইন বিষয়ক সম্পাদক।

মৃত্যুর আগের লেখা চিরকুটে জাহিদুল আলম মিন্টু উল্লেখ করেছেন, তার ছয় লাখ টাকা দেনা আছে। বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, ‘জাহিদুল আলম মিন্টু নিজের বাসায় রবিবার বিকেল ৫টার দিকে আত্মহত্যা করেন। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। যেখানে তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করেন।’

জাহিদুল আলম মিন্টু মৃত্যুর আগে চিরকুটটি নিজের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মুড়িয়ে রেখেছিলেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD