1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘আমরা বাঁচতে চাই’ আকুতি গাজাবাসীর

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে অসহনীয় হয়ে পড়েছে গাজাবাসীর জীবন। খেয়ে না খেয়ে কাটছে তাদের জীবন। বাঁচার জন্য তাদের খাদ্যের যোগান অতিব জরুরি হয়ে পড়েছে।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ সীমান্তে একটি বিদ্যুতের খুঁটিতে আরোহণের পরে এক ফিলিস্তিনি ছেলে মিশরীয় সৈন্যদের কাছে খাবারের জন্য অনুরোধ করেছেন।

ওই ছেলে অনুরোধ করে বলেন, ‘আমরা খেতে চাই, আমরা বাঁচতে চাই’।

এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকায় ৩১ হাজার ৫৫৩ জন নিহত হয়েছেন যা প্রতি ৭৩ জন বাসিন্দার মধ্যে একজনকে প্রতিনিধিত্ব করে। এছাড়া আরো ৭২ হাজার ৭৬০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য বছরের মতো এবার রমজান যাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন চুরমার করা হয়েছে। তাই জীবন যাপনের অনুসঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলমান গাজা যুদ্ধে অন্তত ১২ হাজার ৩০০ শিশু মারা গেছে।
সূত্র : আল-জাজিরা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD