1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দেশে ফিরে বিয়ে করতে চেয়েছিলেন আবু বক্কর, ফিরলেন লাশ হয়ে

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

আবু বক্কর দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের ঈদগাহ পাড়ার সওদার মন্ডলের বড় ছেলে। রাতে তার নিজ গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে ১৪ বছর আগে ওমানে যান আবু বক্কর (৩৫), তারপর ওমান থেকে যায় দুবাইয়ে সেখানে দীর্ঘদিন থাকার পর আবার চলে আসেন ওমানে সেখানে কিছুদিন থাকার পর অবৈধ পথে যান লিবিয়ায়। বেশ কিছুদিন থাকার পর দালালদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে আবার ইউরোপীয় দেশ ইতালিতে প্রায় ৩ বছর থাকার পর গত ১ মার্চ আবু বক্কর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন পিতা মাতা ভাই বোন ফেলে বিদেশের মাটিতে বসবাস করে আসছে সংসারের কথা চিন্তা করে। এ বছর ছুটিতে বাড়ি ফিরে বিবাহ করার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাড়ি ফেরা হলো না আবু বক্করের। ফিরলেন লাশ হয়ে।

গত ১ মার্চ বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ইতালি থেকে ফোন আসে নিজ বাসভবনের রাতে আবু বক্কর অসুস্থ হয়ে মারা যায়। এমন খবরে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে।

এদিকে, দীর্ঘ ২০ দিন পর আবু বক্করের মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারি হয়ে উঠে।

বাবা সওদার বলেন, আমার ছেলে দীর্ঘ ১৪ বছর আগে বিদেশে যায়। একটি ফার্মে কাজ করতেন। গত ১ মার্চ সকাল ৮টার দিকে ওই দেশে থাকা ছেলের বাংলাদেশি সহকর্মীরা ফোন করে তার মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। ছেলের মুখটি দেখার জন্য দীর্ঘ ২০ দিন আমরা অপেক্ষায় ছিলাম। ছেলের মুখটি দেখতে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD