1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

কোহলির আগ্রহে মুগ্ধ আফ্রিদি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
দীর্ঘ ১৬ বছর ধরে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ২০১২ সালের পর দ্বিপক্ষীয় সিরিজও বন্ধ। কয়েক দিন আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানান পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার ইচ্ছার কথা। এবার যুক্ত হলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিও। সম্প্রতি পাকিস্তানে গিয়ে খেলার ইচ্ছার কথা জানান কোহলি।
পাকিস্তানের পর্বতারোহী শেহরাজ কাশিফের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের সময় তিনি বলেন, ‘আশা করি, আমরা শিগগিরই পাকিস্তান সফর করব। সবাই তো এখন পাকিস্তান সফর করতে শুরু করেছে।’ দুজনের সেই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন শেহরাজ। যা চোখ এড়ায়নি পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদির।
কোহলির আগ্রহ দেখে মুগ্ধ হয়ে তিনি বলেছেন, ‘ভারতের হয়ে বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য কোহলিকে আমন্ত্রণ জানাচ্ছি।’ আগামী বছর পাকিস্তানে বসবে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সেই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে না যাওয়ার ব্যাপারে এখন থেকেই তৎপর ভারতের ক্রিকেট বোর্ড।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD