1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকা ম্যাচে শরীফুলকে পাওয়ার আশা হাথুরুসিংহের

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তার আগে টাইগার শিবিরে সুবাতাস, চোট কাটিয়ে সেরে উঠেছে বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিট শরীফুলকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। গতকাল এই ভেন্যুতে পৃথকভাবে ভারত-পাকিস্তান দুই দলই চার পেসার খেলিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ দলে শরীফুলকে একাদশে সুসংবাদই পাওয়া বলতে হয়।

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রান আটকাতে গিয়ে হাতে ব্যথা পান শরীফুল। বাম হাতে পরে ৬টি সেলাই করা হয়। খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে। এমনকি শঙ্কা জাগে দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলা নিয়েও।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল হাথুরুসিংহে বলেন, ‘শরীফুল আজকে বোলিং করেছে। আজকে সে অনেকটাই ফিট। যদিও আরও ফিট হওয়া বাকি আছে। তার বোলিংও ভালো। সে কোনও স্টিচ ছাড়া আজ বোলিং করছে। আমি আশা করছি আজকের  পর থেকে সে সিলেকশানের জন্য এভেইলএভেল হবে।’

আজ সােমবার (১০ জুন) ফেসবুক পেইজে শরীফুলের অনুশীলনের ছবি প্রকাশ করেছে বিসিবি। যেখানে তার বোলিংয়ে ফেরাকে ‘স্বস্তি’ বলছে টাইগার ক্রিকেট বোর্ড। সংস্থাটি লিখেছে, ‘মাত্র এক সপ্তাহ আগে বোলিং হাতে চোট পাওয়ার পর শরীফুল ইসলাম পূর্ণ অনুশীলনে ফিরে আসায় স্বস্তি’।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে খেলায় বাংলাদেশ। যদি শরীফুল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন, সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব। আর যদি চার পেসার খেলায় সেক্ষেত্রে কে বাদ পড়বে, তাই এখন দেখার বিষয়।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD