আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে ঘানা বনাম পর্তুগালোর ম্যাচ শেষ হল। দু’দলের চোখ ধাঁধানো পাসিং, গতিময় ফুটবলশৈলী, ছন্দময় ফুটবল ও চরম উত্তেজনা সবই উপস্থিতি ছিল পর্তুগাল এবং ঘানার মধ্যেকার ম্যাচ।
খেলার প্রথময়ার্ধে ঘানার দখলে খেলার নিয়ন্ত্রণ না থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে দু’ দলের সেয়ানে সেয়ানে টক্কর , তখন পুরাে মাঠ জুড়ে দুদলের খেলোয়াড়দের ক্যারিশমাটিক খেলা দেখে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ইতিহাসের সেরা উন্মদনা বিরাজ করে, চরম নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় সি আর সেভেনের পর্তুগাল। ঘানাকে ৩- ২ গোলে পরাজিত করে ক্রিষ্টিয়ানা রোনালদোর পর্তুগাল