1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চিত্রনাট্য পড়ার সময়ে কেঁদেছিলাম: রাইমা

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪
টালিউড অভিনেত্রী রাইমা সেনের ‘মা কালী’ ছবির ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। ১ মিনিট ৫৭ সেকেন্ডের এ ছবিতে স্বাধীনতার আগে দেশ বিভাগের সময় বাঙালিদের ওপর নির্মম অত্যাচার করা হয়েছিল সে কথাই তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক বিজয় ইয়ালাকান্তি। এই ছবির চিত্রনাট্য পড়ে কেঁদেছিলেন বলে জানালেন রাইমা সেন।
১৯৪৬ থেকে স্বাধীনতা এবং তার পরের দিনগুলোয় বাংলা কী কী বীভৎসতার সম্মুখীন হয়েছিল সে কথা প্রকাশ করেন এ অভিনেত্রী। রাইমা সেন বলেন, ‘এমন অনেক ঘটনা আছে যা কেউ-ই জানে না। আমিও কখনো জানতাম না। এ ছবির চিত্রনাট্য পড়ে জানতে পেরেছি দেশভাগের ইতিহাস। এখনই সেটি জানানো সম্ভব নয়, ছবি মুক্তির পরই দর্শক জানতে পারবেন। চিত্রনাট্য পড়ার সময়ে কেঁদে ফেলেছিলাম। মনে হয়েছে, এই অন্যায় দিনের পর দিন বাংলা এবং বাঙালি সহ্য করে আসছে।’ রাইমা সেনের দিদা প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেন। বাংলাদেশের পাবনায় তার জন্ম।
রাইমা জানান, তার দিদা ছবি, অভিনয়ের পাশাপাশি অন্যান্য অনেক কথা বলতেন। কিন্তু তার কথায় কখনো পূর্ববঙ্গ বা দেশভাগের কথা উঠে আসেনি। ‘মা কালী’ ছবির ট্রেলার মুক্তির আগে রাজ্যের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ছবিটি দেখিয়েছেন পরিচালক। সেদিন তার সঙ্গে বসে ছবিটি দেখেছিলেন রাইমা সেন এবং ছবির নায়ক অভিষেক সিং।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD