তিলোত্তমা শিকদার ২০১৯ সালে ছাত্রলীগের সদস্য পদ প্যানেলে ডাকসুর নির্বাচনে নির্বাচিত হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়( ঢাবি) ডিজাষ্টার সায়েন্স -এন্ড ক্লাইমেট রেজিলিয়েন বিভাগে ২০১৩ সালের জানুয়ারিতে ভর্তি হয় এখন পর্যন্ত তৃতীয় বর্ষে উতরাতে পারেননি ছাত্রলীগের এই নেত্রী।
২০১২ -২১৩ সেশনে ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েনে প্রথম ব্যাচে ভর্তি হয়, ২০১৮ সালে সেশনজট সহ তাদের ৬ বছরে অনার্স শেষ হওয়ার কথা কিন্তু তা হয়নি তৃতীয় বর্ষে ৫ম সেমিস্টারে কয়েক বার ফেল করার কারনে।
তিনি ২০১৬ সালে শেষ ৫ম সেমিষ্টারে পরীক্ষা দিয়েছেন কিন্তু ৫ম সেমিস্টারের পাস না করায় ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশ করতে পারেননি
নিয়ম অনুযায়ী সিজিপিএ ২.২৫ পেলে একজন শিক্ষার্থী কৃতকার্য হয় কিন্তু তিলোত্তমার সিজিপিএ ২.২৫ এর কম তাই সে অকৃতকার্য রয়ে গেছেন ।
তিলত্তোমাকে স্পেশাল ইম্প্রুভ পরীক্ষা তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষায় দিয়ে সিজিপিএ ২.২৫ হলে কৃতকার্য ঘোষণা করা হবে তবেই, অর্নাসের সিড়ি উতরাতে পারবেন ছাত্রলীগের এই নেত্রী