কাতারের লুসাইল ষ্টেডিয়ামে নান্দনিক ফুটবল খেলা উপহার দিয়ে মেসিরা মেক্সিকোকে ২ -০ গোলে বিধস্ত করলো এতে করে অসাধারণ জয়ের মাধ্যমে আর্জেটাইনরা বিশ্বকাপে শুভ সূচনা করলো।
মেসি – ডি মারিয়াদের শৈল্পিক খেলা বিশ্ব আসরে ম্যারাথনের মতো সৌন্দর্যের নৈপূর্ন দেখিয়ে আর্জেটাইন ভক্তদের উজ্জীবিত করেছে বৈকি , সেই সাথে বিশ্বকাপ ফুটবলে টোটাল উন্মাদনা আবেশ বাড়িয়ে দিয়েছে বটে বরং বিশ্ববাসীর কাছে সামনে ঢের এগিয়ে যাওয়ার সোনালী স্বপ্ন মতোই ফুটবলের আরেকটি নব জাগরন।
ম্যারাডোনাে বেঁচে থাকলে মেসিদের উত্তেজনার পারদ আরো বিস্ফোরিত হতো সমানতালে, কি ছিল না এই মহারন ম্যাচে, আধুনিক ফুটবলের ঝলকানি, মেসির মন মাতানো ভেলকিবাজি সবই উপস্থিতি ছিল মেক্সিকোকে ধরাশায়ী ম্যাচে।
আর্জেন্টিনাদের পরবর্তী টার্গেট পোল্যান্ড বধ।