দুধ দিয়ে গোসল করে ভাইরাল হওয়া সাবেক ছাত্রলীগের নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার ( ২৬ নভেম্বর) কিশোরগন্জের পাকুন্দিয়া উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আরমিন আহমেদকে পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাস এলাকায় শনিবার আনুমানিক রাত ১০ টায় ১৫ – ২০ জন যুবক মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পরে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
আরমিনকে কিশোরগন্জের পাকুন্দিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এরপর, উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর হাসপাতালে ভর্তি করা হয়।
পাকুন্দিয়া থানার এস আই মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরমিন উপজেলার সদরের বড়বাড়ি এলাকার পাকুন্দিয়া সরকারী কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।