ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত সোমবার (৫ আগস্ট) পালিয়ে ভারতে গেছেন শেখ হাসিনা। তখন থাইল্যান্ডে ছিলেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। কিন্তু শেখ হাসিনার হেলিকপ্টার দিল্লির কাছে হিন্ডনে অবতরণ করার ঘণ্টাকয়েক পরেই পুতুল দিল্লির উদ্দেশে রওনা দেন। সায়মা ওয়াজেদ মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন। -বাংলা আউটলুক
তবে সায়মা ওয়াজেদ পুতুলের সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা একটি পোস্ট বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এক্সে সায়মা ওয়াজেদ লেখেন, ‘এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না … আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’
এখন প্রশ্ন উঠেছে, দিল্লি যাওয়ার পরও কেন তিনি তার মা শেখ হাসিনার সাথে দেখা করতে পারেননি, না কি তাকে ভারতীয় কতৃর্পক্ষ দেখা করার অনুমতি দেয়নি?