1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আর্টিস্টিক সাঁতারে নতুন চ্যাম্পিয়ন চীন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
Team China compete in the team acrobatic routine of the artistic swimming event during the Paris 2024 Olympic Games at the Aquatics Centre in Saint-Denis, north of Paris, on August 7, 2024. (Photo by Manan VATSYAYANA / AFP)

দলীয় আর্টিস্টিক সাঁতারে স্বর্ণপদক জয়ের পথে পারফর্ম করছেন চীনা সাঁতারুরা

আর্টিস্টিক সাঁতারের দলীয় ইভেন্টে নতুন চ্যাম্পিয়ন পেল অলিম্পিক। বুধবার এই ইভেন্টে স্বর্ণ জয়ের নতুন ইতিহাস গড়ে চীন। এদিন ৯৯৬.১৩৮৯ পয়েন্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছে চীনের সাঁতারুরা। যেখানে ৯১৪.৩৪২১ পয়েন্ট নিয়ে রুপা জিতেছে আমেরিকা। গত ২০ বছরে এই ইভেন্টে প্রথম পদক তাদের। ৯০০.৭৩১৯ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে স্পেন।
এমন কীর্তির পর চীনের স্বর্ণপদকজয়ী দলের এক সদস্য ফেং ইউ বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের কাঁধে অনেক দায়িত্ব ছিল। যদিওবা এই স্বর্ণ আমার ব্যক্তিগত কোনো পদক নয়। তবে অনুভূতিটা দারুণ। এই স্বর্ণপদকের জন্য দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখে এসেছিলাম। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল এবারের প্যারিস অলিম্পিকে।’ আজ শুরু হবে দ্বৈত আর্টিস্টিক সুইমিং  ইভেন্ট। যে কারণে এখানেও স্বর্ণপদক জয়ের ক্ষেত্রে হট ফেভারিট চীন।
এদিকে বৃহস্পতিবার ম্যারাথন সুইমিংয়ের ১০ হাজার কিলোমিটারে স্বর্ণপদক জিতেছেন শ্যারন ফন রভেনডাল। দেশটির
ঐতিহ্যবাহী সিন নদীতে মেয়েদের ম্যারাথন সাঁতার জিততে এদিন নেদারল্যান্ডসের এই সাঁতারু সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। সেইসঙ্গে নিজেকেও নিয়ে গেছেন ইতিহাসের সোনালি পাতায়। প্রথম অ্যাথলেট হিসেবে ম্যারাথন সাঁতারে দুটি স্বর্ণ জয়ের নজির গড়লেন তিনি। এর আগে ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তিনি।

শুধু তাই নয়? তিন বছর আগে টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ী ডাচ তারকার এটা টানা তৃতীয় অলিম্পিক পদক জয়ের রেকর্ডও। ১০ হাজার কিলোমিটারের এই ইভেন্টে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন। ৫.৫ সেকেন্ড পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছেন তিনি। এখানে ব্রোঞ্জ জিতেছেন ইতালির গিনেয়েভ্রা তাদুয়েচ্চির।
রিও অলিম্পিকের পর এবার প্যারিস অলিম্পিকেও স্বর্ণপদক জয়ের পর দারুণ রোমাঞ্চিত শ্যারন ফন রভেনডাল। ৩০ বছর বয়সী এই ডাচ সাঁতারু অবশ্য এই স্বর্ণপদক উৎসর্গ করেছেন তার পোষা কুকুর রিওকে। যে কুকুর চলতি বছরের মে মাসে মারা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাঁতার আমার সবকিছুই। তেমনি সেও ছিল আমার সব। মে মাসে এক জটিল পরিস্থিতি তৈরি হলে খুব অল্প সময়ের ব্যবধানেই সে মারা যায়। তখন আমার পৃথিবী থমকে গিয়েছিল। কিন্তু এরপর তার জন্যই আমি আরও একবার সাঁতার শুরু করেছিলাম।
প্যারিস অলিম্পিকে বুধবার চমক দেখিয়েছেন আমেরিকান দৌড়বিদ কুইন্সি হিল। ছেলেদের ৪০০ মিটার দৌড়ে যে স্বর্ণের পদক জেতেন তিনি। দৌড়ের শেষ দিকে চার নম্বরে থাকলেও শেষ পর্যন্ত বাকি তিনজনকে পেছনে ফেলে সোনা জেতেন কুইন্সি হিল। সেইসঙ্গে গড়েছেন ব্যক্তিগত সেরা টাইমিং। যা ইতিহাসের পঞ্চম দ্রুততমও। এদিন ৪৩.৪০ সেকেন্ড সময়ে সমাপ্তিরেখা স্পর্শ করে স্বর্ণপদক জেতেন এই আমেরিকান দৌড়বিদ। ৪৩.৪৪ সেকেন্ডে রুপা জেতেন ব্রিটনের ম্যাথু হাডসন-স্মিথ।

৪৩.৭৪ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জিতেন জাম্বিয়ার মুজলা সামুকোঙ্গা। এবারের প্যারিস অলিম্পিকে অনেক বড় স্বপ্ন নিয়ে মিশন শুরু করেছিলেন রাফায়েল নাদাল। কিন্তু শেষ পর্যন্ত কোনো পদকই জিততে পারেননি তিনি। সেই হতাশার পর এবার ইউএস ওপেন থেকেও নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। বুধবার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ প্রসঙ্গে নাদাল বলেন, ‘সবাইকে জানাতে চাই, চলতি বছরের ইউএস ওপেনে আমি অংশ নিচ্ছি না।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD