কাতার বিশ্বকাপ নেইমারের জন্য অতি সুখের নয় বরং অস্বস্তিরও বটে।। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে নেইমারের পায়ের ইনজুরি নেইমার ভক্তদের এবং ব্রাজিলিয়ানদের বুকে কাঁপন ধরিয়েছে বৈকি।
রবিবার নেইমার নিজের ইনস্টাগ্রামে নিজের পায়ের ফোলা ছবি শেয়ার করেন। সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমার খেলতে পারবে না, তবে ক্যামেরুনের বিপক্ষেও মাঠে খেলার সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না যদি মসৃণভাবে ফিট থাকে হয়তো দেখা যেতে পারে নেইমারকে।
ব্রাজিলের গণমাধ্যম বলছে, প্রথম রাউন্ডে নেইমার ইনজুরির কারনে খেলতে পারবেন না, দ্বিতীয় রাউন্ড কাঁপাবেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।