দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বসতভিটা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ বিক্ষোভে অংশ নেয় কয়েকশ ছাত্র-জনতা।
এসময় ‘আমার মন্দিরে হামলা কেন, জবাব চাই’, ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভে অংশ নিয়ে বাসন্তী রাণী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা সংখ্যালঘুরা বাংলাদেশে তুচ্ছ কেন? আমরা বাঙালি। আমাদের জন্ম বাংলাদেশে। বাংলাদেশের সব নাগরিকের একই অধিকার। আমাদের ঘর-বাড়ি কেন ডাকাতি হবে? এর বিচার চাই। বাংলাদেশে শান্তিতে বাঁচতে চাই।’
আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বিক্ষোভ চলে।
সমাবেশ থেকে গত কয়েকদিন ধরে সংখ্যালঘুদের ওপর ভাঙচুর, লুটপাট, নির্যাতনের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তি, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও সীমান্ত সংলগ্ন যেসব অঞ্চলে মানুষ ঘরবাড়ি ছেড়ে সীমান্ত পার হয়ে চলে যাওয়ার তথ্য পাওয়া গেছে তাদেরকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনাসহ কয়েকটি দাবি জানানো হয়।
আগামীকাল বিকেল ৩টায় আবারও শাহবাগ সমাবেশের ঘোষণা করেন তারা।