এই মুহূর্তে পদ্মা ও মেঘনা বিভাগ হচ্ছে না বলে মন্তব্য করেছেন, নিকার সদস্য ও স্হানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত ও জাতীয় বাস্তবায়ন কমিটি ( নিকার) সভায় এই প্রস্তাব বাতিল করা হয়। মন্ত্রী পরিষদ সূত্রে এই তথ্য জানানো হয়।
নিকার সভায় সভাপতিত্ত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহত্তর ফরিদপুরেরর কয়েকটি জেলা নিয়ে পদ্মা বিভাগ এবং কুমিল্লার কয়েকটি জেলা নিয়ে মেঘনা বিভাগ হওয়ার কথা ছিল ।
নিকার সদস্য ও স্হানীয় সরকারমন্ত্রী বলেন, আর্থিক সংকটের কারনে এই মুহূর্তে প্রস্তাবিত দুটি বিভাগ হচ্ছে না, তিনি আরও বলেন, এক একটা বিভাগ করতে ১ হাজার কোটি টাকারও বেশী প্রয়োজন।
তাছাড়া, ২০২৩ সাল হচ্ছে সংকটের বছর তাই, ব্যয় লাগবে সরকারের পক্ষ এখন হচ্ছে না প্রস্তাবিত দুই বিভাগ।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৮ টি বিভাগ আছে।