1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের স্কোয়াড

  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪

 

এবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। দল থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দিপু।

 

সরকার পতনের পর থেকে সাকিব আর দেশে ফেরেননি। লাপাত্তা বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও। এতে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও অনেকে সন্দিহান ছিলেন। তবে শেষপর্যন্ত সাকিবকে রেখেই সাজানো হয়েছে পাকিস্তান সফরের টেস্ট দল। যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে থাকা সাকিব দেশে না এসে সেখান থেকেই যোগ দেবেন দলের সাথে।

এদিকে দীর্ঘ সময় পর দলে ফেরা তাসকিন শুধু জাতীয় দলেই নয়, খেলবেন ‘এ’ দলের হয়েও। গত বছরের জুনের পর লাল বল হাতে নেননি এই পেসার। তাই পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচে খেলবেন তিনি। এরপর টেস্ট দলের হয়ে খেলবেন শুধু দ্বিতীয় টেস্টে।যথারীতি দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দলের অন্যান্য সদস্যরা হলেন- মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

এই সিরিজের জন্য বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা ১৭ আগস্ট। যদিও দেশের চলমান পরিস্থিতির কারণে পিসিবি টাইগারদের আগেভাগেই আতিথেয়তা দেওয়ার আমন্ত্রণ দিয়েছে। বিসিবিও সেই আমন্ত্রণ গ্রহণ করে ১২ আগস্ট দল পাঠাচ্ছে পাকিস্তানে।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD