রিয়াজ তিনার দম্পতির ঘরে এলো নতুন অতিথি অর্থাৎ (শনিবার ২৭ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে সদ্য ভূমিষ্ঠ হওয়া নিজের পুত্র সন্তানের ছবি শেয়ার করেন ঢাকাই সিনেমার এই নায়ক ।
রিয়াজ তিনার দম্পতির ঘর আলোকিত করে আসা পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আরিজ সিদ্দিকী, নিজের সন্তানের জন্য দোয়া চেয়েছেন এক সময়ে রুপালি পর্দা কাপানো এই নায়ক ।
রিয়াজ তিনার দম্পতির ঘরে এর আগে একটি কন্যা সন্তান রয়েছে তার নাম আমীর সিদ্দিকী।
রিয়াজ ২০০৭ সালে ভালবেসে বিয়ে করেন ফটো সুন্দরী তিনাকে।