এবার প্রথম বধির নারী হিসেবে মিস দক্ষিণ আফ্রিকা মুকুট জয় করেছেন মিয়া লে রউক্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিতর্ক ঘেরা এক সুন্দরী প্রতিযোগিতা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রসঙ্গত, নাইজেরিয়ান ঐতিহ্য নিয়ে ট্রোলড হওয়ায় এবারের প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন একজন ফাইনালিস্ট।
দক্ষিণ আফ্রিকার সেরা সুন্দরীর মুকুট জয়ের পর এক ভাষণে মিয়া লে রউক্স বলেন, তার এই জয় তাদের জন্য সহায়ক হবে, যারা নিজেদের এই সমাজ বহির্ভূত বলে বোধ করে। ‘আমার মতো বুনো স্বপ্ন পূরণের পথে তাদেরকে নিয়ে যাবে এই জয়’, বলেন তিনি। আর্থিকভাবে পিছিয়ে পড়া কিংবা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের সাহায্য করার আগ্রহ পোষণ করেছেন রউক্স।
২৮ বছর বয়সি রউক্স মাত্র এক বছর বয়সেই শ্রবণশক্তি হারিয়েছিলেন। ফলে শব্দ উপলব্ধি করতে পারার জন্য তার দেহে কক্লিয়ার ইমপ্লান্ট করা হয়েছিল।
প্রথম শব্দটি উচ্চারণ করতে সক্ষম হওয়ার আগে অন্তত দুই বছর তাকে স্পিচ থেরাপিও নিতে হয়েছিল।