২- ০ গোলে মরক্কোর কাছে হেরেছে ফিফা র্যঙ্কিয়ে ২ নম্বরের থাকা দল বেলজিয়াম। মরক্বোর কাছে বেলজিয়ামের বাজে হার মেনে নিতে পারছে না বেলজিয়ামের জনগন।
বেলজিয়ামের হারে ফুঁসে ওঠেছে বেলজিয়ামের ফুটবল ভক্তরা, কিছুতেই মানতে পারছে না মরক্কোর কাছে এই হার। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রাস্তা অবরোধ করে গাড়িতে ভাঙ্গচুর এবং গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বেলজিয়ামের জনগন।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে এক পর্যায়ে পুলিশ এবং জনগণের মধ্য ধাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে উতপ্ত পরিস্থতি শান্ত করার চেষ্টায় সন্ধ্যা ৭ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এর আগে ২০১৮ সালে বেলজিয়ামে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্হান অর্জন করে।