1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

র‌্যাবের নাম পরিবর্তন দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
এবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের দাবি জানিয়েছে নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে দলটির নেতারা এ দাবি জানান। তাদের মতে, র‌্যাব আন্তর্জাতিকভাবে খুনি বাহিনী হিসেবে পরিচিতি পেয়েছে। তাদেরকে নতুন নামে আনতে হবে। নইলে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই যাবে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। সাক্ষাৎ শেষে তিনি সময়ের আলোকে বলেন, র‌্যাবের নাম পরিবর্তনের সুনির্দিষ্ট কয়েকটি কারণ ব্যাখ্যা করেছি আমরা। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন শিগগিরই র‌্যাবে হাত দেওয়া হবে। আমরা চিহ্নিত অপরাধী পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার নাম দিয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সীমান্তে পাহারা জোরদার করা হবে। যাতে অপরাধী কেউ পালাতে না পারে। চিরুনি অভিযান চালিয়ে হতাকাণ্ডে হুকুমদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছি।
পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি দেশের এসপি-ওসিসহ প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তনের দাবি করেছে গণ অধিকার পরিষদ। নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।

 

 

সব জেলা ও থানায় নতুন পুলিশ সুপার ও ওসি নিয়োগ, স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, বিভাগীয় ডিআইজিসহ ‘দলবাজ’ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা এবং পুলিশের নিরাপত্তার জন্য প্রতি থানায় সেনা সদস্য নিয়োগের দাবি জানায় দলটি।
পাসপোর্ট ও ইমিগ্রেশনসহ পুলিশের সব স্তরের ঘুষ-দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা, কোনো সদস্যদের বিরুদ্ধে অসদাচরণ, অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়ারও দাবি জানায় তারা।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, শেখ মুজিবুর রহমান একজন জাতীয় নেতা ছিলেন। কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন বা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে। এখন দেশের যা পরিস্থিতি এ পরিস্থিতি যদি ধানমন্ডিতে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন। তাতে এদিকে যে ক্ষুব্ধ ছাত্র-জনতা, স্বাভাবিকভাবে রাস্তার যে পরিস্থিতি প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না। কাজেই দয়া করে আপনাদের অনুরোধ করবো নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন না।
নুরুল হক নুর বলেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আওয়ামী লীগকে সংগঠন গোছানোর একটা কথা বলেছিলেন; এতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এটা ঠিক আওয়ামী লীগের অনেক ভালো ইতিহাস আছে, কিন্তু গত ১৫ বছরে তাদের যে ইতিহাস, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস। সর্বশেষ যে শাসক গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায়, তার মত ‘দেশদ্রোহী ফ্যাসিস্ট’ প্রধানমন্ত্রী এবং তার রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না।
নূর বলেন, পরিষ্কারভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে, প্রতিবাদ করছে। কাজেই যাদেরকে জনগণের সমর্থন দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি, তারা যদি জনমতের বিপরীত কথা বলেন, তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টাও আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ছিলেন মন্তব্য করে গণঅধিকার পরিষদের নেতা বলেন, তিনি বলেছেন তার বক্তব্য মিস কোড বা বিকৃতভাবে প্রচার হতে পারে। তিনি নিজেও এই ‘জালিম সরকারের’ দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। তিনি উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। কিন্তু সেনা অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পান না। তারাও ‘গণহত্যা’ চালানো ঘাতকদের বিচার চান।

 

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD