1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাকিস্তান ৪ উইকেটে ৩৬৭ রানে দিন শেষ করেছে , ২৪৫ রানে পিছিয়ে আছে মুমিনুলরা

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

এবার ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংয়েও হতাশ করেছে বাংলাদেশ ‘এ‘ দল। প্রথম দিন ১২২ রানে অলআউট হওয়ার পর পাকিস্তান শাহিনসকে চাপে ফেলতে বোলারদের অভাবনীয় কিছু করতে হতো। কিন্তু পারেননি হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবরা। পাকিস্তান ৪ উইকেটে ৩৬৭ রানে দিন শেষ করেছে। ২৪৫ রানে পিছিয়ে আছে মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দল।

২ রানে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান শাহিনস। দলীয় ২১ রানে সাইম আইয়ুবকে (১১) ফিরিয়ে দেন তানজিম। তারপর ওপেনার মোহাম্মদ হুরাইরা ও উমর আমিন শক্ত হাতে বাংলাদেশের দলকে শাসান। ৯৬ রানের জুটি গড়েন তারা। ১৫১ বলে ৩৯ রানে থামেন হুরাইরা।

এরপর সৌদ শাকিল ও উমরের ১৯৫ রানের জুটিতে বাংলাদেশ বিপাকে পড়ে। দুজনকেই হাসান মুরাদ প্যাভিলিয়নে পাঠালেও ততক্ষণে বাংলাদেশ ‘এ’ দল পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়।

উমার ১৭৭ রান করেন। শাকিলের ব্যাটে আসে ৭৬ রান। দুজনই জাকির হাসানের কাছে স্টাম্পিং হন।

১০ রানের ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে কামরান গুলাম ও সাদ খান ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন। ২০ রানে কামরান ও ৩১ রানে সাদ অপরাজিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD