গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত দেশের ৯ টি শিক্ষা বোর্ডের অধীনে এস এস সি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে দুপুর ১২ টায়।
শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এস এস সি ও সমমানের পরীক্ষার বিস্তারিত উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১২ টায় এস এস সি পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হয় এবং পরে এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বেলা ১২ টায় শিক্ষা বোর্ডের সাইটে ফলাফল প্রকাশিত।
এই বছর এস এস সি সমমানের পরীক্ষার গড় পাসের হার ছিল ৮৭. ৪৪ শতাংশ যা গত বছরের চেয়ে কম। গত বছর পাসের হার ছিল ৯৩. ৫৮ শতাংশ।
এছাড়া ৯ টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ।
এবার এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহন করেন ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। এরমধে ছাত্রের সংখ্যা ছিল ১০ লাখ ৭ ০ হাজার ৪৮১ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ১০ লাখ ৬৪৮৯ জন
উল্লেখ্য, করোনা ও সিলেটে আর্কষিক বন্যার কারনে এস এস সি পরীক্ষার তারিখ কয়েক বার পিছিয়ে যায়। মার্চ মাসে এস এস সি ও সমমানের পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। সর্বশেষ, ১৫ সেপ্টেম্বর এস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।