পূজা চেরী বর্তমান সময়ের নায়িকা হিসেবে দারুণ পরিচিতি পেয়েছেন । এরই মধ্যে ডজনখানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী।
সম্প্রতি পূজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে ভক্ত-অনুরাগীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যেখানে নায়িকা জানান, তার নাম ব্যবহার করে অনেক অনলাইন জুয়ার প্রমোশন করা হচ্ছে। পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘কতিপয় অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া, গেমিং অ্যাপ প্রমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সঙ্গে আমি দায়ী থাকব না, ধন্যবাদ।’
কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘আইনের পরামর্শ নিন আপু।’ ফারুক নামে আরেকজনের ভাষ্য, ‘এদেরকে আইনের আওতায় আনা হোক।’
বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারে জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবু চলতি বছরে নিষিদ্ধ অনলাইন জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অনেক অভিনেত্রী তাদের নাম লিখিয়েছেন।
পূজা অভিনীত সর্বশেষ সিনেমা সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমা। কুরবানি ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ।