আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ( ডিপিই) সূত্রে বলা হয়, ২০২০ সালে ফলাফল প্রকাশে প্রকৃত শূন্য পদ পূরনের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চূড়ান্ত করে এই পরীক্ষা ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সহকারী শিক্ষকের পদ সংখ্যা ৪৫ হাজার নিয়োগের কথা বলা হলেও তা এই মুহূর্তে হচ্ছে না। আপাতত ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
২০২০ সালের ২০ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ বিঙ্গপ্তি প্রকাশ করে এতে আবেদন করে ১৩ লাখ ৯ হাজার ৪০১ জন